আওয়ার ইসলাম: ২০ দলীয় জোট থেকে দুটি দল বের হয়ে এসেছে। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে জোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাংলাদেশ ন্যাপ ও এনডিপি।
গুলশানের ইমানুয়েল'স ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনে দলদুটি জানায়, বিএনপি নেতেৃত্বে চার দলীয় জোটকে সম্প্রসারণের সময় থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এ জোটের অংশীদার। কিন্তু তাদের সাম্প্রতিক কিছু কাজে আমাদের জোট ছাড়তে বাধ্য করলো।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বিএনপি জোটের শরিক হিসেবে আমরা সাধ্যমত অবদান রাখার চেষ্টা করেছি। অনেক প্রতিকূল অবস্থায়ই পাশে ছিলাম আমরা। কিন্তু আজ জোট ছাড়তে হচ্ছে।
ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, ২০১৪ সালের নির্বাচনে নানা ধরনের লোভনীয় প্রস্তাব থাকলেও কেউ জোট ছাড়েনি। কিন্তু এই ত্যাগকে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে কোনো মূল্যায়ন করেনি।
তিনি বলেন, জোটের গত বৈঠকে বিএনপির অনেক নেতা বলেছেন ছোট দলের কারণে তাদের সমস্যা হচ্ছে। চাপের মুখে পড়তে হচ্ছে। আমাদের কারণে কেউ চাপে থাকুক, তা আমরা প্রত্যাশা করি না।
আ.লীগ জোটে যোগ দিতে পারেন কাদের-অলি!
-আরআর