বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশি বাধা; বঙ্গভবনে প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী হাতে নিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ থেকে ঘোষিত ১০ দফা দাবি দ্রুত আদায় না হলে এ কর্মসূচি দিয়েছিল দলটি।

জানা যায়, রাষ্ট্রপতি বরবার স্মারকলিপি দেয়াকে কেন্দ্র করে বায়তুল মোকাররমে সকাল ৯ টার পর থেকেই গণজমায়েত হতে থাকে। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন সেখানে। দলের সিনিয়র নেতাকর্মীরা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বক্তৃতা দেন।

Image may contain: 4 people, including Ahmad Abdullah, eyeglasses and beard

পরে স্বারকলিপি প্রদানের উদ্দেশ্যে কার্যালয় বঙ্গভব অভিমুখে রওনা হলে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি।এ কারণে ইসলামী আন্দোলনের আমীর মুফতি রেজাউল করিমের পক্ষ থেকে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবন অভিমুখে রওনা দেন।

সাত সদস্যের প্রতিনিধি দলে আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন , যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

জেলা প্রশাসকদের দেয়া ইসলামী আন্দোলনের স্মারকলিপিতে যা আছে

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ