আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরখানে গ্যাসলাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ ৮ জনের মধ্যে একজন মারা গেছেন।
সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আজিজুল ইসলাম। আরো ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সুত্রপাত। রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে ধরে যায় আগুন।
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। গ্যাসলাইনের লিকেজ থেকে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে ছিলো বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিদগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে ফায়ার সার্ভিস। আগুনে এক শিশু ও ৩ নারীসহ তিন পরিবারের ৮ জন দগ্ধ হন। এদের মধ্যে ৫ জনের শ্বাসনালির ৬৫ থেকে ৯৯ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
হতাহতরা একে অপরের আত্মীয়, পেশায় পোশাক শ্রমিক ও রিকশাচালক। তাদের বাড়ি পাবনার ভাঙ্গুড়ায়।
আরো পড়ুন-
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি