শুক্রবার, ০৩ মে ২০২৪ ।। ২০ বৈশাখ ১৪৩১ ।। ২৪ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পকে পাল্টা জবাব দিলেন মুহাম্মদ বিন সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমাদের সহায়তা ছাড়া সৌদি দুই সপ্তাহও টিকবে না ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান।

বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই নিজ শক্তিতে দুই হাজার বছর টিকে থাকতে পারবে সৌদি আরব।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনীর সহায়তা ছাড়া দুই সপ্তাহও ক্ষমতায় টিকবে না সৌদি সরকার। কাজেই যুক্তরাষ্ট্রের ঋণ তাকে শোধ করতে হবে।

যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেন, আমি ট্রাম্পের সঙ্গে কাজ করি। যুক্তরাষ্ট্রের কাছে আমরা যত অস্ত্র পেয়েছি, তার দাম শোধ করেছি। কোনো কিছুই বিনামূল্যে দেয়া হয়নি।

তিনি আরও বলেন, সৌদি ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শুরু হওয়ার পর থেকে যেসব অস্ত্র কেনা হয়েছে সবকিছুই আমরা অর্থের বিনিময়ে ক্রয় করেছি। কোনো কিছু বাকি নেই।

শুক্রবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে মুহাম্মদ বিন সালমান আরও বলেন, আপনি যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, তাহলে দেখবেন, তারা বিনামূল্যে দাস পেতে চেয়েছে। কিন্তু গৃহযুদ্ধ দিয়ে তার মূল্য শোধ করতে হয়েছে। এতে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র বিভক্ত ছিল।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

এমনকি যুক্তরাষ্ট্রে দাসত্ব থেকে মুক্তি পেতে হাজার হাজার মানুষকে জীবন বিলিয়ে দিতে হয়েছে বলেও মন্তব্য করেন মুহাম্মদ।

তিনি বলেন, এর বিপরীতে আমরা কোনো গৃহযুদ্ধ ছাড়াই উগ্রবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে চাই। আমাদের দেখতে হচ্ছে, যাতে দেশের উৎপাদন ব্যাহত না হয় এবং সবকিছুতে উন্নয়ন অব্যাহত থাকে।

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া দুই সপ্তাহও টিকবে না সৌদি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ