রবিবার, ২৫ মে ২০২৫ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জিম্মি স্বজনদের প্রশ্ন ‘রাতের ঘুম হয় কীভাবে, মিস্টার নেতানিয়াহু?’ মুজাহিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি হলেন গিয়াস উদ্দিন খান ‘শিক্ষার্থীদের আকাশছোঁয়ার স্বপ্ন নিয়ে বড় হতে হবে’  ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষকদের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শিক্ষাখাতে বাজেট বাড়ানোসহ ইসলামী ছাত্র আন্দোলনের ২০ দফা দাবি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নিজস্ব জমি ক্রয় এবার এমন নির্বাচন হবে যেখানে একটি ইতিহাস তৈরি হবে : জামায়াত আমির ‘গোষ্ঠী স্বার্থে বিরোধে জড়ালে সবার ধ্বংস অনিবার্য’  ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : হাসনাত

আলেমদের অপপ্রচার বন্ধ করুন; আপনাদের ইতিহাসও আমাদের জানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ফোরকান ইবনে জাফর

আল্লামা শাহ আহমদ শফি। লক্ষ কোটি আলেমদের হৃদয়স্পন্দন একটি অভিধা। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উলামা ও তুলাবাদের শিরোমনি, জাতির আধ্যাত্মিক রাহবার।

যার উপমা এই, শুধু এশিয়া উপমহাদেশে নয়, বরং সমগ্র বিশ্বে ছড়িয়ে রয়েছে। আমি বিশ্বাস করি, তিনি একজন আল্লাহর অতি নগন্য ও প্রিয় বান্দা। আমার চোখে দেখা এ সরল মানুষটি একজন খালেস আল্লাহর ওয়ালী।

কওমি সমালোচনার জবাব

সনদ আমার অধিকার। তাই বলে, সরকার আমার সেই প্রাপ্য অধিকার আমার হাতে তুলে দিয়েছে এবং আমাদের লালায়িত হাজার বছরের সেই স্বপ্ন পূরণ করেছে।

আমার প্রশ্ন নয়, সরকার কি বৈধ না অবৈধ। কারণ, তা আমাদের রাজনৈতিক বিশ্লেষক যারা আছে তারাই নির্ধারণ করবে।

কিন্তু আমার এখন দায়িত্ব হলো, যে বা যারাই আমার অধিকার আমাকে ফিরিয়ে দিয়েছে তাদের শোকরিয়া আদায় করা।

একজন বিবেকবান মানুষ বলতেই সেটি স্বীকার করে নেবে অকপটে। তবে, সেই সব মানব ব্যতীত, যারা মানব রুপে দানব।

তবে, হ্যাঁ আমাদের অতিরঞ্জিত করাটাও ঠিক হবে না। তাদের গরজ কী, সেটা হয়তো আপাতত এড়িয়ে গেলাম। কারণ, আমাদের মুরব্বিরা আমাদের কল্যাণ চায়। তারা বুঝে করুক বা না বুঝেই করুক।

একটা সিদ্ধান্তে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত্য হয়েছে। বিপরীতে কি গড়তে চলছে তা নাই বা বল্লাম। আমি শুধু এটুকু বলতে চাই, আজ সোস্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হৈ চৈ শুরু হয়েছে, আমরা আর চোখ বন্ধ করে থাকতে পারছি না।

বামপন্থী কিছু মিডিয়া, কিছু তাবেদার ব্যক্তি, গোষ্ঠি আল্লামা আহমদ শফিসহ দেশের হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত। তাদের দেখে আমরা অবাক হই না। কারণ, যেখানে তারা রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের বিরুদ্ধে বা কটুক্তি করতে দ্বিধাবোধ করে না।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

তাদের কাছে জমানার উলামায়ে কেরাম বা আহমদ শফিই বা কি? তারাই নাকি এক সময়ের উচ্চ শিক্ষিত। যারা আজ আহমদ শফি সাহেবকে নিয়ে কটুক্তি করতে একটু দ্বিধা করে না। তার গলদ খুজে বেড়ায় এদিক সেদিক।

নির্বোধ তারাই, যারা আজ তার নামে অবৈধ কলিমা লেপন করে। শাপলার কথা টেনে নিয়ে, কেউ কেউ আবার ঘটনাটি উল্টো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা কম করেনি। আমরা সেই রক্তাক্ত শাপলার শহীদের কথা ভুলে যাইনি। অবশ্যই সেই শহীদের বিচার একদিন এ মাটিতেই হবে।

আমরা তো আর তোমরা না। নেতার জন্য জান দিলে তোমরাই দাও। ক্ষমতার গদি টিকিয়ে রাখতে তোমরাই এ পাশ ওপাশ বদল করো। সবার ইতিহাস আমাদের জানা।

সুতরাং আল্লামা আহমদ শফিসহ আলেমদের নিয়ে সব প্রোপাগান্ডা এবং মিথ্যাচার বন্ধ করুন। না হলে ভবিষ্যতে এর মাসুল অন্যভাবে দিতে হবে আপনাদের।

শিক্ষার্থী: আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম

হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ