বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশ দখলের হুমকি ভারতীয় সাংসদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন
আওয়ার ইসলাম

ভারতের বিজেপি নেতা সুব্রহ্মণ্যম-স্বামী অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নানাভাবে র্নিযাতন চালানো হচ্ছে। এই ধারাবাহিক র্নিযাতন আক্রমণ বন্ধ না করলে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন রাজ্যসভার এই সাংসদ। বাংলাদেশ নিয়ে অতীতেও বির্তকিত বিরুপ বক্তব্য দিয়েছেন ‍সুব্রহ্মণ্যম।

শতবর্ষ পরে ফিরে দেখা ইতিহাস বঙ্গভঙ্গ ও মুসলিম লীগ

রোববার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশের সীমান্ত লাগোয়া রাজ্য ত্রিপুরাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন অভিযোগ করেন ভারতীয় এই সাংসদ। এসময় বাংলাদেশে হিন্দু মন্দিরগুলো বলর্পূবক দখল করার অভিযোগ করেন সুব্রহ্মণ্যম।

বাংলাদেশের দরিদ্র হিন্দু শ্রেণির ওপর বল প্রয়োগ করে ধর্মান্তরিত করা হচ্ছে অভিযোগ এনে তিনি বলেন,  ‍ক্রমাগত ‍আক্রশের খোব তাদের ওপর ঢালা হচ্ছে। র্নিযাতনের চিত্র দিনদিন বাংলাদেশরে মাটিতে প্রখর হচ্ছে। এই অমানবিক আচরণ যদি বন্ধ না করা হয় তবে অবিলম্বে বাংলাদেশ দখল করা হবে।

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধান মন্ত্রীর প্রতি ভারতের র্পূণ সমর্থন রয়েছে। কিন্তু হিন্দুদেরকে গায়ের জোরে ধর্মান্তরিত এবং মন্দির ভাঙার ঘৃণ্য কাজ বন্ধ করতে হবে। বাংলাদেশে সংখ্যাগুরু সম্প্রদায়ের এই পাগলামো বন্ধ করতে হবে। অন্যথায় আমি সমকারকে পরামর্শ দেব বাংলাদেশ দখল করার।

উল্লেখ্য, বাংলাদেশ প্রসঙ্গে অতীতেও বির্তকিত মন্তব্য করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। ২০১৪ সালের এপ্রিলে এই নেতা দাবি করেন, দেশ ভাগের পর বাংলাদেশ থেকে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে৷ তাদের ফিরিয়ে নিতে হবে বাংলাদেশে৷ তা না হলে খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড ভারতের হাতে ছেড়ে দিতে হবে।

সূত্র: কলকাতা ২৪।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন-  এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

-আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ