আব্দুল্লাহ তামিম
আওয়ার ইসলাম
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর সহ সভাপতি মুফতি ফয়জুল্লাহ বলেন, বাংলাদেশের কওমি জনগোষ্ঠীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন।
আজ (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আসরের নামাজের পর রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম উত্তর গেট থেকে বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড বেফাকের শুকরিয়া মিছিলে তিনি এ কথা বলেন।
তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, তবে দেশ ও দশ যারা দেশকে ভালোবাসে তারা সতর্ক থাকতে হবে কারণ এ সনদের স্বীকৃতি নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই তারা যেনো কেউ কওমির ক্ষতি করতে না পারে তাই সবসময় সতর্ক অবস্থানে থাকতে হবে।
তিনি আরো বলেন, কওমি মাদরাসার স্বীকৃতি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে বাংলার ধর্মপ্রাণ মুসলমান মাঠে নেমে আসবে।
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সিনিয়র সহ সভাপতি ও হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহউদ্দিন রাজু, আল্লামা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মহসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।
আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?
প্রধানমন্ত্রীকে কওমি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন
কম খরচে কওমী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত তথ্য জানুন
আরএম/