রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ মোস্তফা নাটোরী: জুমাবার বাদ আসর দারুল উলূম হাটহাজারীতে অধ্যয়নরত নাটোর জেলার তালিবুল ইলমরা দারুল উলূম হাটহাজারী'র মহা-পরিচালক,আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় নাটোর জেলার তালিবুল ইলমদের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমাদ শফী অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেন।

অত্যন্ত দরদমাখা কন্ঠে বলেন,তোমরা ঐক্যবদ্ধভাবে থাকবে,তাতে অনেক ফায়দা নিহীত আছে। ঐক্যবদ্ধ থাকলে বাতেল শক্তি তোমাদেরকে ভয় পাবে,দ্বীনি অনেক বড় বড় কাজ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে।

একে অন্যের গীবত শেকায়েত করবে না,কাহারও কোন দোষ দেখলে খায়েরখাহি করবে,দোষ ত্রুটি সংশোধন করে দিবে,এতে ছাওয়াবও পাবে,পরস্পরে ঐক্যও নষ্ট হবে না।

তিনি আরো বলেন,তোমরা নাটোর জেলায় একটি বড় মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। যে মাদরাসা হবে বৃহত্তর উত্তরবঙ্গের মধ্যে ইলম,আমল,তাকওয়া,তাযকিয়াসহ প্রত্যেক বিষয়ে সর্ববৃহৎ।

যে মাদরাসা সকল মানুষের দ্বীনি চাহিদা পূরণ করতে সক্ষম হবে।তৈরী করবে জাতির একনিষ্ঠ রাহবার,যুগশ্রেষ্ট আলিম,বুযুর্গ,মুফতি, মুহাদ্দিস,পীর মাশায়েখ।

তোমাদের নাটোর জেলায় ফেরাকে বাতেলা খুব জোরেসরে কাজ করছে।কাদিয়ানী,খ্রিস্টান মিশনারী,আহলে হাদিস, মওদূদীবাদী,বিদআতী ভন্ড পীর।

তোমারদের মধ্যে যাদের লেখনীর যোগ্যতা আছে,তারা ফেরাকে বাতেলার উপর ছোট ছোট রিসালা লেখার মাধ্যমে ফেরাকে বাতেলার মুকাবেলা করার চেষ্টা করো।

মেহনত করে লেখা পড়া করো,যোগ্য আলিম হয়ে দেশে গিয়ে দ্বীনি খেদমাত করো। আমি তোমাদের জন্য দু'আ করি,আল্লাহ তায়ালা সবাইকে কবুল করেন, হক্কানি আলিম হওয়ার তাওফিক দান করেন,নাটোর একটা বড় মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তা'আলা যাবতীয় ব্যবস্থা করেদেন। আমীন

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ