আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামের ইমাম শেখ সালেহ আল তালিবকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
সামাজিক মাধ্যম অ্যাডভোকেসি গ্রুপ প্রিজনার্স অব কনসায়েন্স বলছে, সৌদি সরকারের নতুন কিছু নীতির সমালোচনা করে সবশেষ দেয়া তার একটি বক্তব্যের কারণে গ্রেপ্তার করা হয়েছে । তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খালিজ টাইমস-এর খবরে বলা হয়েছে, শেখ সালেহ আল তালিব সবশেষ হজ নিয়ে সামাজিক মাধ্যমে যেসব পোস্ট দিয়েছেন তা তার নিজের কিনা তা নিয়ে প্রশ্ন আছে।
উল্লেখ্য, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়ার অভিযোগে গত বছর থেকে সৌদি কর্তৃপক্ষ বিরোধীমতো এবং মানবাধিকার কর্মীদের আটক করে যাচ্ছে। এসব অভিযোগ এনে এ পর্যন্ত শত শত আলেম ও বুদ্ধিজীবিদের আটক করেছে দেশটির পুলিশ।
ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক
তুরস্কের ক্ষতি হলে সকল মুসলিম ক্ষতিগ্রস্থ হবে: সৌদি গ্র্যান্ড মুফতি
আরএম/