শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

সংকট মোকাবেলায় তুরস্ক-কাতারের কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুদ্রা সংকট মোকাবেলা ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে পরস্পরকে সহযোগিতা করতে কাতার ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দ্বি-পাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও মুদ্রা বিনিময়ের উদ্দেশ্যে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের মধ্যে শুক্রবার এ চুক্তি সম্পাদিত হয় বলে রোববার কাতারের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে জানানো হয়।

এতে বলা হয়, এ চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্য সহায়তাও সহজতর হবে এবং উভয়পক্ষে নিজেদের রিজার্ভ সংরক্ষণে সহযোগিতা করতে পারবে।

চুক্তির প্রথম পর্যায়ে অর্থনৈতিক নিরাপত্তায় তিন বিলিয়ন ডলার তহবিল গঠন নিয়ে পারস্পরিকভাবে সম্মত হয়েছে দুই দেশ। যদিও এ চুক্তির আগে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তুরস্কের বাণিজ্যিক মার্কেটে এবং ব্যাংকে ১৫ ডলার বিলিয়ন বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিলেন।

অর্থ বিনিময়ের ক্ষেত্রে প্রথম পক্ষ একটি নির্দিষ্ট পরিমাণের বৈদেশিক অর্থ অপরপক্ষ থেকে ঋণ নেয়। একইসঙ্গে নিজস্ব মুদ্রায় সমপরিমাণ অর্থ ঋণ দেয় প্রথমপক্ষ।

মূলত কাতারের ওপর মধ্যপ্রাচ্যের সৌদি জোটের নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কারণে দেশটির অর্থনৈতিকভাবে কিছুটা সংকটময় পরিস্থিতি আছে। একইভাবে তুরস্কের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে তুর্কি মুদ্রা লিরারও দরপতন ঘটেছে।

কাতারের সংকটের শুরু থেকে বরাবরই দেশটির পাশে ছিল তুরস্ক। এখন দুই দেশের অর্থনীতিকে সচল রাখতে উভয়পক্ষের কৌশলগত পদক্ষেপ বলে ধরে নেয়া হচ্ছে এ চুক্তিকে।

সূত্র:  আলজাজিরা।

আরও পড়ুন: ইমরান খানের মন্ত্রিসভায় ওরা কারা?

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ