শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে এরদোগান-ম্যাক্রোঁ ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি তুরস্কের অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন। খবর আনাদুলু এজেন্সি-এর।

খবরে বলা হয়, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়েও কথা বলেছেন দুই প্রেসিডেন্ট।

এরদোগান-ম্যাক্রোঁ, তুরস্ক ও ফ্রান্সের অর্থনৈতিক,বাণিজ্যিক এবং পারস্পরিক বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

আলাপকালে তারা তুরস্কের অর্থমন্ত্রী বিরাট আল বেরাকের সঙ্গে ফ্রান্সের একটি বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেন।

ফোনালাপে দুই প্রেসিডেন্ট, সিরিয়া পরিস্থিতি, বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব নিয়েও কথা বলেন।

মার্কিন ধর্ম যাজক এন্ড্রু ব্রুনসনকে আটকের পর যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্র দুই মন্ত্রীর ওপর অবরোধ আরোপ করে। এছাড়া তুরস্কের দুই পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেন ডোনাল্ড ট্রাম্প। এবং দেশটির ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে তা নিয়েও দুই নেতা

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ