বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
আ.লীগের সব অফিস বন্ধ করতে ভারতকে আহ্বান বাংলাদেশের খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা মুসা আল হাফিজের সৃষ্টি ও দৃষ্টি ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলনের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুফতি রায়হান জামিল কুমিল্লা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীনের ব্যাপক গণসংযোগ চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাওলানা যাইনুল আবিদীনের মৌলিক সিরাত গ্রন্থ ‘আমাদের নবীজি’ বাজারে পিআরের পক্ষে জনমত তৈরিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা পীর সাহেব চরমোনাইয়ের

ইন্দোনেশিয়া থেকে সাইকেল চালিয়ে হজে পুরো পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পরিবারের ছয় সদস্য ইন্দোনেশিয়া থেকে ১৩০০০ কিলোমিটার পথ বাই সাইকেলে পাড়ি দিয়ে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি সান ওই পরিবারের প্রতিবেশী এবং বন্ধু মুহাম্মদ দামাহুরি মোতালেব এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

ওই ছয়জন হলেন,পরিবারটির কর্তা ৪৭ বছর বয়সী মুছলিস আবদুল্লাহ, তার স্ত্রী জুলিয়ান্তি হুসাইন, তাদের বড় ছেলে ১৫ বছর বয়সী মির্জা হাকিম মুছলিস, ১১ বছর বয়সী ছোট ছেলে আহমদ জাকি হাফিজ এবং মেয়ে ওলিভিয়া ইউমনা।

ব্যবসার জটিলতা দিয়ে দিন বিসফটিকে (কল- 01771 403 470) ক্লিক করুন

ডেইলি সনের খবরে বলা হয়, একমাস আগে পরিবারটি ইন্দোনেশিয়ার জাকার্তা নগরী থেকে হজব্রত পালনের উদ্দেশ্যে রওয়ান হন। বুধবার তারা ৩ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মালেয়েশিয়ায় পৌঁছেছে। পবিত্র মক্কায় যেতে তাদের এখনো ১০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

তাদের এ যাত্রায় ১২টি দেশ অতিক্রম করার পর তারা সৌদি আরবে পৌঁছবে বলে খবরে বলা হয়।

মুতালিব জানিয়েছে, পবিত্র ইবাদত হজ পালন, আর মক্কা-মদিনার দর্শন লাভের আকাঙ্ক্ষা তাদের অদম্য করে তুলেছে কঠিন এই মিশনের পথে।

এর আগে, ২০১৬ সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে সৌদি আরবে যান এক চীনা মুসলিম। চীনের জিংজিয়াংয়ের অধিবাসী এই মুসলমানের নাম মুহাম্মদ। চীন থেকে সাইকেল চালিয়ে সৌদি পৌঁছতে তাকে ৮ হাজার ১৫০ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছিল। তবে চলতি বছর বিভিন্ন দেশ থেকে সাইকেল চালিয়ে হজে যাওয়ার  খবর পাওয়া যাচ্ছে।

সূত্র: ডেইলি সান, এবাউট ইসলাম.নেট।

আরও পড়ুন: যাদের হজের সামর্থ নেই, তাদের জন্য বিশেষ আমল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ