মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫

শিরোনাম :

সিরিয়ায় রুশ ঘাঁটিতে হামলার সময় ৫ ড্রোন ভূপাতিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমানঘাঁটির কাছে ৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এ ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

ওই ড্রোনগুলো রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করছিল বলে খবর প্রকাশ করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

সানার খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার দিকে ওই ৫টি ড্রোন হামলার জন্য উড়ছিল। কিন্তু রুশ রাডারে তা আগেই ধরা পড়ে এবং নিরাপদ দূরত্বে থাকতে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়। এ ঘটনায় রুশ ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ইদলিব প্রদেশ থেকে এ হামলার প্রচেষ্টা হয়। ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভূমধ্যসাগর উপকূলবর্তী লাত্তাকিয়া প্রদেশে সিরিয়ার এ বিমানঘাঁটিটি অবস্থিত তবে বর্তমানে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে ঘাঁটিটি।

এর আগেও কয়েকবার এ ঘাঁটির ওপর ড্রোন থেকে হামলার চেষ্টা চালানো হয়েছে তবে সেসব হামলা নস্যাৎ করে রাশিয়ার সেনারা।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ