মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পার্শ্ববর্তী দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন দুইজন। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর আর একজনের মৃত্যু হয়।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নগর পুলিশের ডিসি (শাহমখদুম) হেমায়েতুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নগরের শাহমখদুম থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকার টিংকু (৩০) ও সবুজ (৩৫)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর রাজশাহীর আম চত্বর এলাকায় বিক্ষোভ করছে স্থানীয় বিক্ষুব্দ জনতা। রাজশাহী-নওগাঁ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে অ্যারো বেঙ্গল নামে একটি বাস নওদাপাড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মোটরসাকেলকে ধাক্কা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

আরও পড়ুন: পবিত্র কাবা শরীফের ভেতরে কী আছে?

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম-


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ