শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা সম্ভব নয়: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বা সমঝোতা কোনটায় সম্ভব নয়। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের জবাবে সোমবার এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতউল্লাহ আলি খামেনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে খামেনি বলেন, নিষেধাজ্ঞা বহাল করে যুদ্ধ অথবা আলোচনার কথা বলছে ট্রাম্প প্রশাসন। তবে তেহরান এ দুটির কোনটিকেই বেছে নেবে না।

বিশ্ব পরাশক্তি দেশের সঙ্গে হওয়া ইরানের ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে মে মাসে সরে আসে ট্রাম্প প্রশাসন।

অভিযোগ চুক্তির শর্ত ঠিকঠাক মানছে না তেহরান। এর তিন মাস পর, গত সপ্তাহে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ট্রাম্প প্রশাসন জানায়, আলোচনার পথ খোলা আছে এখনো।

সূত্র: আল-আরাবিয়া 

ইরান-রাশিয়াসহ ঐতিহাসিক কনভেনশনে সই করল ৫ দেশ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ