মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ।। ৫ চৈত্র ১৪৩০ ।। ৯ রমজান ১৪৪৫


চট্টগ্রামে চাঁদাবাজি সময় ভুয়া দুদক কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে সদর রেজিস্ট্রি অফিসে দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করার সময় রেজাউল ইসলাম চৌধুরী (৪৮) নামের এক যুবকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। মঙ্গলবার (১৪ আগস্ট) কোর্ট বিল্ডিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটকৃত ওই ভুয়া দুদক কর্মকর্তা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার খবিরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, ‘রেজাউল ইসলাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘রেজাউল ইসলাম বিভিন্ন সময়ে পুলিশ, দুদক কর্মকর্তা, সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা নিয়ে যান। রেজাউল সাব রেজিস্ট্রি অফিসে এসে নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবি করেন। এ সময় দুদকের কর্মকর্তারা এসে তাকে আটক করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে।’

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ