বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


স্পেনের সঙ্গীত উৎসবের প্ল্যাটফরম ধসে আহত তিন শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনে একটি খেলাধুলা ও সঙ্গীত উৎসব চলাকালে প্ল্যাটফরম ধসে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই ঘটনায় কেউ নিহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ।

‘ও ম্যারিসকুইনো’ নামের ঐ সঙ্গীত উৎসব চলাকালে কাঠের তৈরি প্লাটফরমটি হঠাৎই ধসে পড়ে।

রোববার মধ্যরাতের কিছুক্ষণ আগে দেশটির উত্তর-পশ্চিম উপকূলীয় শহর ভিগোতে দুই দিনব্যাপী এই উৎসবে র‌্যাপ সঙ্গীতশিল্পী রেলস বি গান গাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতদের বেশির ভাগই শিশু ও কিশোর। তারা হামাগুড়ি দিয়ে নিরাপদ স্থানে পৌঁছানোর চেষ্টা করে। অনেকেই বাঁচার জন্য সাগরে লাফ দেয়। ঘটনাস্থলে মোবাইলফোন এবং হ্যান্ডব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।

উদ্ধারকর্মীদের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের কয়েকজনকে সাগরে নামানো হয় যাতে কেউ ধসে পড়া প্ল্যাটফরমে আটকা না পড়ে।

এইতানা অ্যালোনসো নামের একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্ল্যাটফরমটি মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই লিফটের মতো পড়ে যায়। এটা ধসে পড়ায় আমরাও পড়ে যাই। সেখান থেকে বের হতে আমাকে বেশ বেগ পেতে হয়।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী জেসুস ভ্যাজকুয়েজ অ্যালমুনিয়া স্থানীয় একটি রেডিওকে বলেন, আহতদের সংখ্যাটি নির্দিষ্ট নয়। এখনও অনেক আহতকে উদ্ধার করা হচ্ছে। বেশির ভাগ আহতের আঘাত গুরুতর নয়। তবে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরটির মেয়র অ্যাবেল ক্যাব্যাল্লেরো বলেছেন, ঘটনাটি তদন্ত করা হবে।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন

‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’
মন্ত্রিসভায় পাস হলো কওমি আইন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান
সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী
দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ