শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাইওয়ানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় হাসপাতালের রোগী ও কর্মচারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

১৩ আগস্ট, সোমবার ভোরে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলায় এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ৩৩ জন রোগী ও হাসপাতাল কর্মচারীকে নিরাপদে সরানো হয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, একটি স্বয়ংক্রিয় বিছানায় বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএনএ-এর বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, যে ওয়ার্ডে আগুন লেগেছে সেখান থেকে ‘ধোঁয়া বের করে দেওয়ার ব্যবস্থা’ পুলিশ খুঁজে পায়নি।

আর বিবিসির তাইপে প্রতিনিধি সিন্ডি সুই বলছেন, তাইওয়ানে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে তেমন কড়াকড়ি নেই। আর তাই এখানে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে।

২০১২ সালেও এক হাসপাতালে আগুনের ঘটনায় ১২ রোগী নিহত ও ৬০ জন আহত হয়েছিলেন।

সিরিয়ায় অস্ত্র গুদামে বিস্ফোরণ, নিহত ৩৯

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ