শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আফগানিস্তানে ৩৯ তালেবান ১৪ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের প্রাদেশিক শহর গজনিতে তালেবান ও নিরাপত্তাবাহিনীর যুদ্ধে ৩৯ তালেবান ও ১৪ নিরাপত্তাবাহিনী নিহত হয়।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে দেশটির রাজধানীতে এ হামলা চালানো হয় বলে সিএনএন জানায়।

গজনির সরকারি মুখপাত্র মুহাম্মদ আরিফ নুরি জানান, শহরের চতুর্দিক থেকে তালেবান বিদ্রোহীরা হামলা চালায়। আফগান সেনারা তা প্রতিহত করে। সব জায়গাতেই হতাহতের ঘটনা ঘটেছে।

গজনির বিভিন্ন অংশে এখনো বিচ্ছিন্নভাবে গোলাগুলির শব্দ চলছে বলে জানা যায়। নুরি জানান, শহরের দিকে এগিয়ে আসতে থাকা তালেবান সদস্যরা প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের কাছে লুকিয়ে ছিল, একপর্যায়ে তারা সদর দপ্তর ভবনের দিকে গুলি চালাতে থাকে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেশিরভাগ জঙ্গিকে এরই মাঝে শহরছাড়া করতে পেরেছে বলে দাবি করেন নুরি।

এদিকে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, তালেবান সদস্যরা বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে গজনি শহরে প্রবেশ করে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখলে নেয়।

দখলে নেয়ার সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হয়। যুদ্ধে ৩৯ জন তালেবান ও ১৪জন যুদ্ধাসহ আরো নিহত হতে পারে বলে জানায় সিএনএন।

সূত্র: সিএনএন

২০১৭ সালে সিরিয়ায় নিহত ৬৮,০০০ মানুষ


সম্পর্কিত খবর