শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

ভূমিকম্পে মুসল্লি পালিয়ে গেলেও নামাজ ছাড়েননি ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

গত রোববার (৫ আগস্ট) রাতে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে রিখটার স্কেলের ৭ মাত্রার শক্তিশালি ভূমিকম্প আঘাত হানে।এ ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৯০ জনের প্রাণ হারান। আহত হন শত শত মানুষ। হাজার হাজার ভবন ভেঙে পড়ে এবং বন্ধ হয় বিদ্যুৎ যোগাযোগ।

এদিকে এ ভূমিকম্পের সময়ে প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। নিরাপদ আশ্রয়স্থলে অবস্থান নেয় অনেকে। কিন্তু এ শক্তিশালি ভূমিকম্পের মধ্যেও এক ইমামের নামাজে মনোযোগ ক্ষুন্ন হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে বিশ্ববাসীর সামনে অনুপম সে চিত্র ভেসে উঠেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, শক্তিশালি ভূমিকম্প থেকে প্রাণ বাঁচাতে মুসল্লি পালিয়ে গেলেও নামাজ ছাড়েননি ইমাম।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজটিতে দেখা যায়, মসজিদের একজন ইমাম নামাজ পড়াচ্ছেন। হঠাৎ তীব্র মাত্রার ভূকম্পন শুরু হলে পেছন থেকে কয়েকজন মুসল্লি দৌড়ে পালিয়ে যান কিন্তু ইমাম তার নামাজ চলমান রাখেন। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেয়ালে হাত দেন কিন্তু তারপরও শেষ পর্যন্ত নামাজ চলমান রাখেন তিনি।

জনপ্রিয় ইসলামিক ওয়েবসাইট ও ফেসবুক পেজ ‘ইল্মফিড’ ভিডিওটি শেয়ার করার পর মূহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে ঈমানের পরীক্ষা বলেও আখ্যায়িত করেছেন। ইল্মফিডের শেয়ার করা ভিডিওতেই অনেকে এ মন্তব্য করেছেন।

আহমেদ এম মারর্সি নামে একজন লিখেছেন, পেছনের দু’জন পালিয়ে গিয়েছিল। তারা আবার ফিরে এসেছে যখন দেখেছে ইমাম নামাজ পড়েই চলেছেন। মাশাআল্লাহ, তার মনোবলের প্রতি শ্রদ্ধা।

সোফিয়া ফরিদ নামে একজন লিখেছেন, আল্লাহর প্রতি বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। এমন প্রশ্নাতীত বিশ্বাসের জন্য আল্লাহ তাকে পুরস্কৃত করুন। আমিন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে কারণ এটি পৃথিবীর রিং অব ফায়ারের ওপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটিতে ঘন ঘন ভূকম্পন এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়। সমুদ্রপৃষ্ঠের ওপরে বিশ্বের অর্ধেকের বেশি সক্রিয় আগ্নেয়গিরিগুলো এই রিংয়ে রয়েছে।

ব্যবসায় হিসাবের ঝামেলা আর না- ক্লিক  বিসফটি

ভিডিওতে দেখুন ...

https://www.facebook.com/ilmfeed/videos/2141378769464174/

ব্যবসায় হিসাবের ঝামেলা আর না- ক্লিক  বিসফটি

আরও পড়ুন: আসানসোলের ইমামরা জাগছেন বিশ্ব জুড়ে

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ