রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭


ধানমন্ডি আ’লীগ অফিসে হামলায় আহত ১৭: দাবি কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীর আন্দোলেনর পুঁজি করে কোন সংস্থা বা গোষ্ঠী ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হামলা করেছে। হামলায় ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের হাসপাতালে দলীয় নেতা কর্মীদের দেখতে যেতে অনুরোধ করেন।

তিনি বলেন, আমাদের বিশ্বাস দুই একদিনের মধ্যে হয়ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, এই ছোট ছোট ছেলে-মেয়েদের ওপর কোনো দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। সেই কারণে পুলিশ নানাভাবে অপদস্থ এবং হয়রানির শিকার হয়েও রাজনৈতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধৈর্যের পরাকাষ্ঠা দেখাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের বিশ্বাস ছাত্র-ছাত্রীরা আস্তে আস্তে ঘরে ফিরতে শুরু করেছে। আর দুই একদিনের মধ্যে হয়ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আরও পড়ুন: ঝিগাতলায় শিক্ষার্থীদের ওপর হামলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ