রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায়

নাফ নদে আড়াই কেজির ইলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:সাগরে কয়েক দিন ইলিশের দেখা মিললেও নাফ নদীতে জাল ফেলে তেমন কোনো মাছ পাচ্ছিলেন না জেলেরা। বৃহস্পতিবার ভোররাতে নদীতে জাল ফেললে সকালে ছোট-বড় ৩২টি ইলিশ মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটির ওজন আড়াই কেজি।

টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার এলাকার জেলে আলী হোসেন (৬৮) ও তার ছেলে হাবিবুর রহমান (২১) এর জালে এ মাছগুলো ধরা পড়েছে।

প্রত্যক্ষদর্শী জেলে কামাল হেসেন জানান, আলী হোসেন ও হাবিবুর রহমান দু’জনেই দীর্ঘদিন ধরে নাফনদীতে মাছ শিকার করে আসছিলেন। তারা রাতে নাফনদীতে ছোট নৌকায় করে ইলিশ শিকারের জন্য জাল ফেলে আসেন। আজ বৃহস্পতিবার সকালে জাল তোলে শেষ পর্যন্ত ছোট-বড় ৩২টি ইলিশ মাছ ধরা পড়েছে। এরমধ্যে একটির অনেক বড় ইলিশ।

আড়াই কেজি ওজনের এ ইলিশ মাছটি ধরা পড়েছে নাফ নদীতে। ছবি: প্রথম আলো

তবে আশ্চর্যের বিষয় হলো, এসব মাছের মধ্যে বড়টির ওজন আড়াই কেজি (২ কেজি ৫০০ গ্রাম)। অবশিষ্ট মাছের ওজন ৭০০ থেকে ৯০০ গ্রাম। এ মাছটি টেকনাফ বাজারে দেখতে লোকজন ভীড় জমাচ্ছে।হাবিবুর রহমান জানান, আড়াই কেজি ওজনের মাছটি দেড় হাজার টাকা কেজি দরে ৩ হাজার ৭৫০ টাকা হাকাঁচ্ছেন এবং ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাছগুলো বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে ।

আরও পড়ুন: চোখ ধাঁধানো নীল রঙের মসজিদটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ