শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল নাহিদ মানবতার জন্য আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে: শায়খ আহমাদুল্লাহ ইসরায়েলকে প্রতিহত করতে আন্তর্জাতিক উদ্যোগ দরকার: বিএনপি মাদরাসাছাত্রদের কর্মসংস্থানের বিষয়ে কাজ করছে এনসিপি : নাসীরুদ্দীন পাটওয়ারী মুসলিম রাষ্ট্রের ওপর এখন সশস্ত্র ল’ড়াই ফরজ: মুফতি তাকি উসমানি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করার আহ্বান শায়খে চরমোনাই’র নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় আ. লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে বিনা খরচে আরও কর্মী নেবে জাপান, সমঝোতা স্মারক সই সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সেই বিতর্কিত ব্যক্তি আটক জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিত হাসান: ব্যবসার একাউন্টিং ও ইনভেন্টরি সফটওয়্যার, সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে Bsofty.com-এ, সাথে পাচ্ছেন ৭ দিনের ফ্রি ট্রায়াল।

মোবাইল বা কম্পিউটার, যেকোনো ডিভাইসে অনলাইনে আপনার ব্যবসার যাবতীয় হিসাব করতে পারবেন এর মাধ্যমে।

যেসব ব্যবসায় ব্যবহার করা যাবে বিসফটি-

শোরুম
সুপার শপ
ফ্যাশন শপ
ইকমার্স ব্যবসা
বুকশপ
যেকোনো ধরনের শোরুম
সার্ভিস কোম্পানি

যেকোনো প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের সম্পূর্ণ হিসাব। তাছাড়া কাস্টমারের মনমত সফটওয়্যার তৈরি করে দিতেও বদ্ধ পরিকর রয়েছে Bsofty.com

যেসব উপকারিতা পাওয়া যাবে

১) হাতে কলমে যেসব ভাউচার করতে হয় তা নিখুঁতভাবে সফটয়ারের সাহায্যে করতে পারবেন

২) দক্ষতার সাথে ও নির্ভুলভাবে দেনা-পাওনার হিসাব, লাভ-ক্ষতির হিসাব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়।

৩) যেকোনো যায়গা থেকেই পুরো ব্যবসায়ের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়।

৪) কাস্টমারের বাকি নগদের সম্পূর্ণ হিসাব নিখুঁতভাবে রাখা যাবে।

৫) সাপ্লাইয়ার এর সাথে সম্পূর্ণ লেনদেনের হিসাব রাখার ব্যবস্থা।

৬) সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য সব-ধরণের সঠিক তথ্যের যোগান পাওয়া যায়।
৭) বিভিন্ন ধরণের খরচ নিয়ন্ত্রণে এনে লাভের পরিমাণ বাড়ানো যায়।

৮ ) মালামালের হিসাব রাখা অনেক সহজ । এক ক্লিকেই মালের হিসাব জানা যাবে, এতে করে দুই চারদিন সময় নিয়ে একাধিক লোকের মাধ্যমে হিসাব করার কোনো দরকার নেই ।

৯) সর্বপোরি, দুশ্চিন্তাহীন নিরবিচ্ছিন্ন অবসর কাটানোর জন্য তৈরি হয় স্বস্তি ও প্রশান্তির মন।

১০) সফটয়ারটি সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করা যাবে

১১) সাথে রয়েছে ৭ দিনের জন্য ফ্রি ট্রায়ালের ব্যবস্থা

১২) মোবাইলে এপ্সেও এই সফটওয়্যার ব্যবহার করা যাবে এপ্স লিংক:- https://goo.gl/B7sMur

১৩) যেকোন যায়গা থেকে যেকোনো সময় ইন্টারনেটের সাহায্যে হিসাব দেখা যাবে

১৪) ফ্রি টায়ালের পর সার্ভিস চার্জ প্রতিমাসে মাত্র ৫০০ টাকা, বর্তমানে ৫০% অফার রয়েছে ।

উল্লেখ্য, দেশের স্বনামধন্য সফটওয়্যার কোম্পানি হিসেবে বেশ কিছুদিন যাবত কাজ করে আসছে Bsofty.com

বর্তমানে বাংলাদেশ, মালেশিয়া, আরব আমিরাত, ভারতসহ অনেক দেশে এই সফটওয়্যারের ব্যবহারকারী দিন দিন বাড়ছে ।

তাহলে আজই সাইন আপ করুনঃ bsofty.com এ লগইন করে ।

কিছুদিনের মধ্যেই আপনার প্রতিষ্ঠানের অপূর্ণতা পূরণ করে সময়ের সাথে তাল মিলিয়ে আপনিও এগিয়ে আসবেন এবং আপনার ব্যবসাকে আরো গতিশীল করে অধিক মুনাফা অর্জন করবেন।

রেজিস্ট্রেশন করুন এখানেঃ www.bsofty.com
ফেসবুক পেজঃ www.facebook.com/mybsofty
টুইটার লিঙ্কঃ https://twitter.com/mybsofty

আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও বিস্তারিত দেখতে পারবেন , সেখানে বিভিন্ন টিউটোরিয়াল আছে। যেগুলো দেখে আপনি সহজেই একাউন্ট তৈরি করতে পারবেন, একাউন্ট সাজাতে পারবেন ।

ইউটিউবে গিয়ে শুধু bsofty লিখে সার্চ দিলেই আমাদের চ্যানেল পেয়ে যাবেন ।
ইউটিউব চ্যানেল লিংক - https://goo.gl/yxFoC2

যেকোনো প্রয়োজনে কল করুনঃ +880 1771 403 470,
ইমেইল করুনঃ info.bsofty@gmail.com

মাত্র ১০ হাজার টাকায় ওয়েবসাইট করে দিচ্ছে okhosty.com; সাথে ডোমেইন-হোস্টিং ফ্রি

-আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ