আবদুল্লাহ তামিম: সৌদি আরবে যাওয়ার পথে বিমানের মধ্যেই নুর মোহাম্মদ মন্ডল নামে এক হজযাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩০৫৩) হজ ফ্লাইটটি জেদ্দায় পৌঁছানোর কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশি হজযাত্রীরা যখন পবিত্র ভূমির মাটিতে পা রাখার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। তখনই হঠাৎ করে বিমানের এক বৃদ্ধ যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনায় ফ্লাইটের অন্য হজযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টা ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে সৌদি কর্তৃপক্ষ মরদেহটি নিয়ে যায়।
নুর মোহাম্মদ মন্ডলের পাসপোর্ট নম্বর বিএন-০৩৪৩৮৫৫। পিলগ্রিম আইডি নম্বর-০০৭৪১৬৬। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়।
তিনি জাভেদ এয়ার ইন্টারন্যাশনাল (প্রাইভেট) লিমিটেড হজ এজেন্সির মাধ্যমে জেদ্দা যাচ্ছিলেন বলে জানা গেছে।
৩ সিটি নির্বাচন: রাজশাহী-বরিশালে নৌকা বিজয়ী, সিলেটে এগিয়ে ধানের শীষ