আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, তিন সিটিতে কিছু অনিয়ম ছাড়া সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, যে কেন্দ্রগুলোতে অনিয়মের অভিযোগ এসেছে সেগুলোর বিষয়ে তদন্ত করা হবে।
সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় ঢাকার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে সিইসি এ কথা জানান।
তিন সিটির মধ্যে অনিয়মের অভিযোগ এনে বর্জন করেছেন বরিশাল সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।
এছাড়াও সিলেটে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক ও ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন ভোট বর্জন করেন।
রাজশাহীতে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নিজের ভোটই দেননি। এছাড়াও এখানেও ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী আলহাজ শফিকুল ইসলাম নির্বাচন বর্জন করেন।
এসব বিষয়ে সিইসি বলেন, কিছু অনিয়ম ছাড়া তিন সিটিতেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে কিছু অভিযোগ শুনেছি। সে হিসেবে ১৫টি কেন্দ্রে অনিয়মের তথ্য এসেছে। এসব কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।
বরিশালে মেয়র প্রার্থী ডা. মনীষাকে লাঞ্ছিত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে কেএম নুরুল হুদা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল সার্বিক নিরাপত্তার জন্য। তিনি (ডা. মনীষা) মামলা করতে পারেন, আদালতের কাছে যেতে পারেন।
বরিশালে ৬ প্রার্থীর ৫ জনই ভোট স্থগিতের দাবি জানিয়েছেন
আরআর