রবিবার, ০৫ মে ২০২৪ ।। ২১ বৈশাখ ১৪৩১ ।। ২৬ শাওয়াল ১৪৪৫


কাউসার আইয়ুবের ছড়া: বৃষ্টি পড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃষ্টি পড়ে
কাওসার আইয়ুব

আকাশ ভেঙে বৃষ্টি পড়ে
ঝনঝনিয়ে সৃষ্টি সুরে
ঝন্ ঝন্ ঝন্ বৃষ্টি পড়ে
কিষাণ মাঠে রাখাল ছুটে
নবাব পুরে
বৃষ্টি পড়ে বোশেখ মাঠে
রোদ্রাকাশে ধানের শীষে
মিষ্টি সুরে।

বৃষ্টি পড়ে কাজল চোখে, নুপুর পায়ে
রিমঝিমিয়ে নদীর কুলে
বৃষ্টি পড়ে ভর দুপুরে
পাখির নীড়ে রিমঝিমিয়ে
পুকুর জলে
সবুজ গাঁয়ে বৃষ্টি পড়ে
টিনের চালে টপটপিয়ে
গাছের মুলে।

বৃষ্টি পড়ে কাঁদা করে
রাস্তা ঘাটে পথের মোড়ে
বাজার পুলে
বৃষ্টি এখন গ্রাম ভাসিয়ে
বন্যা ছেয়ে পথ ডুবিয়ে
শহর পানে
ঝিঝির ঝিঝির বৃষ্টি এখন
কালো করে দিন দুপুরে
নগর বনে।


সম্পর্কিত খবর