শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মাহমুদুর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৯ জুলাই) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দেন মাহমুদুর রহমান। ওই বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার, কটূক্তি ও স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান।

এ ঘটনায় গত ১০ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়।

আদালত অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

তবে, গত ২৬ জুলাই মামলার ধার্য তারিখে মাহমুদুর রহমান হাজির না হওয়ায় সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতের বিচারক দেলোয়ার হোসেন গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত মাহমুদুর রহমান (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ