বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাকিস্তান নির্বাচনে প্রায় ৪ লাখ সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ পাকিস্তান নির্বাচন। নির্বাচন ঘিরে রয়েছে নানা শঙ্কা।

তাই নিরাপদে ভোট করতে ৩ লাখ সেনা মোতায়েন করছে পাকিস্তান। দেশটির জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পাকিস্তান সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ‘স্বচ্ছ ও নিরপেক্ষ’ করতে ভোটের দিন সারাদেশে প্রায় তিন লাখ ৭১ হাজার সেনা মোতায়েন করা হবে। দেশে সবপ্রান্তে মোতায়েন করা হবে পাকিস্তান সেনা-জওয়ানদের।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর ভেতরে ও বাইরে তিন লাখ ৭১ হাজার ৩৮৮ জন সেনা মোতায়েন থাকবে।

২০১৩ সালে হওয়া ভোটে মোতায়েন সেনার চেয়ে তিনগুণ বেশি। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে সাড়া দিয়ে সেনাবাহিনী আসন্ন ভোটের সময় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রকাশ্যে চুমো এ দেশের সংস্কৃতি সমর্থন করেনা : সুব্রত চৌধুরী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ