শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ভারতে দুধের চেয়ে দাম বেশি গোমূত্রের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাজস্থানে দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি। যারা গরু লালন পালন করে অর্থ উপার্জন করেন তারা জানিয়েছেন এখন দুধের থেকে গোমূত্র বিক্রি করে বেশি লাভবান হচ্ছেন।

জয়পুরের এক পশু পালনকারী জানান, বাজারের গোমূত্রের চাহিদা এতটাই বেশি যে দুধের থেকেও তা বেশি দামে বিক্রি হচ্ছে।

বাজারে গোমূত্র ১৫ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে অপরদিকে দুধ ২২-২৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে খাটি গোমূত্রের জন্য সরাসরি গরু খামার থেকে বিক্রি বেশি হচ্ছে। এক খামারী জানান, গরুর মূত্র বিক্রি করার পর থেকে দুধের থেকে ৩০ শতাংশ বেশি আয় বেড়েছে।

এমনকি তিনি জানান, সারা রাত জেগে থাকি যাতে করে গোমূত্র মাটিতে না পরে যায়। গরু মায়ের মতো তার জন্য সারা রাত জেগে থাকতে মনে কিছু করিনা।

আরও পড়ুন: গরু ছোঁয়ার আগে মুসলমানদের ভাবা উচিত: বিজেপি নেতা

আরএম-


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ