শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ভোট ডাকাতি রুখে দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে বললেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ৩০ জুলাই সিটি নির্বাচনে কারচুপি করার চেষ্ট করলে জনগণ তার দাঁতভাঙ্গা জবাব দেবে। প্রহসনের নির্বাচনের মাধ্যমে খুলনা গাজীপুর সহ প্রায় সকল নির্বাচনে সরকার দলীয় ক্যাডারদের মাধ্যমে জনগণের রায় প্রয়োগ করতে দেয়নি। এভাবে কোন সভ্য রাষ্ট্র চলতে পারে না।

আজ ২১ জুলাই (শনিবার) বিকাল ৩.০০ টায় পুরানা পল্টনস্থ হাউজ বিল্ডিং চত্বরে ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে ভোট ডাকাতদের রুখে দিয়ে বাংলার জনগণের কাছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মধ্যে শংকা তৈরি করে রেখেছে, দেশের সাধারণ মানুষ এখন ভোট কেন্দ্রে যেতে ভয় পায়।

তাই ৩০ জুলাই একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ জনগণের নির্বাচন নিয়ে আতংক কাটাতে হবে। এ ক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় হলে জনগণের কাঠগড়ায় সকল নির্বাচন কমিশনারকে দাঁড়াতে হবে।

প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, মাদকের কালো থাবায় দেশের যুবসমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, তাই যুবসমাজকে মাদকের কালো গ্রাস থেকে বাঁচতে ইসলামী যুব আন্দোলনে সুশীতল ছায়াতলে আসা ছাড়া কোন বিকল্প পথ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, যুবসমাজই দেশের প্রাণশক্তি তাই যুবসমাজকে নৈতিকতা অর্জনের মাধ্যমে দূর্নীতি ও দুঃশাসন মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিতে হবে।

Image may contain: 51 people, including KM Soriatullah, শরীফ মজুমদার and ইমতিয়াজ বিন হাফেজ, crowd and outdoor

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমাদ আব্দুল কাইয়ুম।

আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন এর সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ইশা ছাত্র আন্দোলন এর সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ হাসিবুল ইসলাম প্রমুখ।

সিটি নির্বাচনে ঘরের মাঠে কেমন করবে ইসলামী আন্দোলন?

-আরআর


সম্পর্কিত খবর