শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


হাটহাজারীতে ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ছাত্র সংগঠন 'ছাত্র জমিয়ত বাংলাদেশ' হাটহাজারী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে৷

গতকার ১৯ জুলাই (বৃহস্পতিবার) বাদ আসর হাটহাজারীস্থ আল- হাবীব শপিং সেন্টার মিলনায়তনে উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি এম ফোরকান অালীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাফিজ অব্দুল্লাহর সঞ্চালনায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়৷

কাউন্সিলে মাওলানা ফোরকান অালীকে সভাপতি ও ইব্রাহিম খলিলুল্লাহকে সাধারণ সম্পাদক ও ফয়সল মুবিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০১৮-২০ সেশনের (দুই বৎসর মেয়াদী) কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত ৪২ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন,সহ-সভাপতি সালমান আহমদ, মাহমুদুল হাসান,যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মাদ মামুন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মবিনুল ইসলাম, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গনি, কলেজ বিষয়ক সম্পাদক মোবাশ্বের হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক ফরহাদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম,পাঠাগার সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফজলু উল্লাহ শাকের, অর্থ সম্পাদক তাওহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক বিন ইয়ামিন।

কাউন্সিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জমিয়তের নবনির্বাচিত নির্বাহী সদস্য বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা জাফর অাহমদ, জমিয়তের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য হাটহাজারী উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা এমরান শিকদার, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হাফিজ সাইফুর রাহমান, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সেক্রেটারি ওয়ালী উল্লাহ, সহসভাপতি শরীফ অাল হাসান,জেলা সেক্রেটারি ইমরান উদ্দীন,দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত অাহবায়ক মোর্শেদ অাহমদ, হাটহাজারী উপজেলা ছাত্র জমিয়ত সহসভাপতি হাফিজ সালমান অাহমদ, মুফতি শাকিল অাহমাদ,সাইফুল ইসলাম দিদারুল অালম,জামিল অাহমদ,হাফিজ ফয়সল অাহমদ,মুফতি শফিক অাহমদ, ফয়সাল মুবিন, হাফিজ নাইম অাহমদ, মাহমুদুল হাসান,রেজওায়ন অাহমদ, মিজান অাহমদ, রশিদ অাহমদ,অাবু বকর,অানোয়ার অাহমদ,সাকিব অাহমদ,তাওহিদ অাহমদ।

অারও পড়ুন- হাটহাজারী মাদরাসায় ড. নুরুল আবছার আযহারীকে নিয়োগ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ