সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

কে এই গ্রেফতারকৃত মাওলানা অারশাদ কাসেমী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: ভারতে টেলিভিশনের লাইভ টকশোতে নারী আলোচকের গায়ে হাত তোলার দায়ে মওলানা এজাজ আরশাদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১৮ জুলাই) জি হিন্দুস্তান চ্যানেলের অভিযোগের প্রেক্ষিতে ওই চ্যানেলের অফিস থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মওলানা এজাজ আরশাদ কাসেমী ভারতের বিভিন্ন টেলিভিশন টক শো নিয়মিত আলোচনা করে থাকেন। গতকাল জি হিন্দুস্তান টেলিভিশনের লাইভ টকশোতে আলোচনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তার সঙ্গে ডাকা হয় নারী অধিকারকর্মী এবং সুপ্রিমকোর্টের আইনজীবী ফারাহ ফাইজকে।

মুসলিমদের 'তিন তালাক' তালাক নিয়ে বিতর্কের এক পর্যায়ে দু'জন উত্তেজিত হয়ে পড়েন। তবে এই নারী আইনজীবী মওলানা কাসেমীকে থাপ্পড় মারলে, মাওলানা কাসেমীও তাকে  চড় মারেন।  ঘটনার পর চ্যানেল কর্তপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ওই অফিস থেকেই মওলানাকে গ্রেপ্তার করা হয়।

ফাতওয়া অনলাইন ডটকমের তথ্য অনুযায়ী, মাওলানা এজাজ আরশাদ কাসেমীকে ভারতীয় মুসলিমদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হয়। তিনি ঊর্দূ সাহিত্য, ইসলামিক ফিকাহ এবং তাফসির বিষয়ের বিশেষজ্ঞ বলে ওয়েবসাইটটি দাবি করেছে।

মাওলানা কাসেমী অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড-এর সদস্য হওয়ার সাথে সাথে  দীর্ঘ দিন থেকে বিভিন্ন টকশোতে আলোচনা করে একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি পেয়েছেন।

তিনি ড. জাকির নায়েক প্রতিষ্ঠিত পিচ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী। যেখান থেকে ফাতওয়া অনলাইন নামক ওয়েব সাইটটি পরিচালিত হয়ে থাকে।

এছাড়াও তিনি ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ওয়েব ইডিটর এবং মিডিয়া এডভাইজার হিসেবে কাজ করেছেন।  মাওলানা এজাজ আরশাদ কাসেমী  একাধিক পুস্তক রচনা করেছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ