বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত? বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগ বন্ধ বাড়তে পারে তাপমাত্রা, দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আভাস

নবীনগরে তথ্যমন্ত্রীর সফর ঠেকানোর ঘোষণা এমপি বাদলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আগামী ২৬ জুলাই একই দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর শানে রেসালাত সম্মেলন ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদে-এর সমাবেশকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।  এ নিয়ে নবীনগরে চলছে উত্তপ্ত আলোচনা।

একই স্থানে জাসদের পাল্টা সম্মেলন ডাকার পর এবার জাসদের জনসভা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

সোমবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দলের একটি বিশেষ সভায় তিনি নিজের কর্মী বাহিনীকে আগামী ২৬ জুলাই নবীনগর সরকারি পালইট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জাসদের জনসভা প্রতিহত করার নির্দেশনা দিয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে। সভায় বাদলের দেয়া এমন ঘোষণায় উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা যায়, আগামী ২৬ জুলাই শানে রেসালাত সম্মেলনের আয়োজন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বেশ কিছুদিন থেকেই পোস্টার ছাপিয়ে চলছে প্রচার। এর মধ্যেই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ একই স্থানে সমাবেশ আহ্বান করেছে। এ নিয়ে নবীনগরে চলছে উত্তপ্ত আলোচনা।

হেফাজতের সানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হেফাজত ইসলাম বাংলাদেশ’র আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ নবীনগর উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

একই দিন বিকেলে একই স্থানে দুই সমাবেশকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা চলছে।

এ অবস্থায় সংসদ সদস্য বাদল দলের বিশেষ সভা ডেকে নবীনগরে তথ্যমন্ত্রীর আগমন ঠেকানোর ঘোষণা দিয়েছেন।

এদিকে, শানে রেসালাত সম্মেলন বিষয়ে  শনিবার বেলা ১১টায় উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম নবীনগরের নেতারা। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম।

বক্তব্যে তিনি বলেন, নাস্তিক-মুরতাদদের ইসলাম ও ঈমান বিনাশী ষড়যন্ত্রের প্রতিবাদ ও মুসলমানদের ধর্মীয় অধিকার ও কৃষ্টি-কালচার সংরক্ষণ এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদ সা.-আদর্শ বাস্তবায়নই হেফাজতে ইসলামের মূল লক্ষ্য।

আরও পড়ুন : একই মাঠে হেফাজত-জাসদের সমাবেশ; উত্তেজনা
‘নবীনগরে হেফাজতের সম্মেলন বানচাল করতে নানামুখি ষড়যন্ত্রে হচ্ছে’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ