শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তালেবানের সঙ্গে আলোচনায় আমরা প্রস্তত: মার্কিন জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর প্রধান সোমবার আফগানগোত্র প্রধানদের বলেছেন, যুক্তরাষ্ট তালেবানের সাথে সরাসরি আলোচনার জন্য প্রস্তত।

২০১৬ সাল হতে আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন মার্কিন পররাষ্টমন্ত্রী মাইক পম্পের বক্তব্যকে সমর্থন করেন, যিনি গত সপ্তাহে তালেবানের সাথে শান্তিআলোচনায় আফগান প্রেসিডেন্টের উদ্যোগকে সমর্থন করেছেন।

গত সপ্তাহে কাবুলে আকস্মিক সফরে এসে তালেবানের সাথে সরাসরি সংলাপের বিষয়ে আবারো প্রস্তাব দেন। যদিও তালেবান আফগান সরকারকে পাশ্চাত্য সমর্থিত অবৈধ সরকার বিবেচনা করে সংলাপের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আসছে।

পম্পে আফগান-প্রেসিডেন্টের সাথে একযৌথ সাংবাদিক সন্মেলনে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কৌশল পরিকল্পনা অনুযায়ী চলছে, এবং ওয়াশিংটন তালেবানের সাথে আফগান প্রেসিডেন্টের শান্তিআলোচনার শুরুর চেষ্টাকে সমর্থন করে।

পাশাপাশি আগামীতে আফগানিস্তানে মার্কিন বাহিনীর ভূমিকাসহ তালেবান-ভিতি নিয়ে আলোচনা করতে ট্রাম্পপ্রশাসন প্রস্তত।

পম্পে বলেন, শান্তিপ্রক্রিয়া আফগান সরকারেই নেতৃত্বেই হবে তবে প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা আবশ্যক।

সূত্র: আলজাজিরা

আলেমদের আহ্বানে সাড়া দিন; তালেবান ও আফগান সরকারকে ওআইসি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ