বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মৃত ব্যবসায়ীর কবরে গিয়ে ক্ষমা চাইল জাপানি পুলিশ ও কৌঁসুলিরা গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে চাওয়ায় ৫ ডাক্তারকে বদলি করা হয়েছিল  গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরাইলে বিক্ষোভ, সড়ক অবরোধ কোনো অদৃশ্য শক্তি সরকারকে প্রভাবিত করছে : পীর সাহেব চরমোনাই গুলশানে কবি আল মাহমুদ পাঠাগার উদ্বোধন চাঁদাবাজি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রধান বাধা: ইসলামী আন্দোলন ডাকসু নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ বিএনপি নেতা ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত বিএনপির শোকজের দীর্ঘ জবাব দিলেন ফজলুর রহমান জুলাই শহীদ পরিবারে সরকারি অনুদান বণ্টনে নতুন বিধিমালা জারি

ত্রাণ আছে, নেওয়ার মতো লোক নেই: ত্রাণমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘আমাদের কাছে যে পরিমাণ ত্রাণ মজুত আছে তা নেওয়ার মতো লোক নেই।’

সোমবার (১৬ জুলাই) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের ফলে ১২ মাসের মধ্যে সাত মাসই দুর্যোগে থাকি। শিলাবৃষ্টি, বন্যা, খরা, পাহাড় ধসে মানুষ বিপদগ্রস্ত হচ্ছে। বজ্রাঘাতে দেশের মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। তবে শেখ হাসিনার সরকারের বলিষ্ঠ নেতৃত্বে এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হয়েছি।আমাদের কাছে যে পরিমাণ ত্রাণ মজুত আছে তা নেওয়ার মতো লোক নেই।’

তিনি আরো বলেন,‘এতো প্রাকৃতিক ক্ষতির মধ্যেও রোহিঙ্গা সমস্যা রয়েছে। তাদের স্বাস্থ্যসেবা, খাদ্য, চিকিৎসা, বস্ত্রসহ নানা বিষয়ে সরকার খেয়াল রাখছে।’

জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাফ উদ্দিন সরকার, ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, পুলিশ সুপার আশরাফ হোসেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূইয়া, জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল মোত্তালেব প্রমুখ।

নীলফামারীতে সফর শেষে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্দা সফর করবেন মন্ত্রী।

অারও পড়ুন : সুন্নতের শিক্ষা চালু করলেই ঘরে শান্তি আসবে : আল্লামা মাহমুদুল হাসান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ