বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

হাফিজ সাঈদের দলের সব অ্যাকাউন্ট মুছে দিলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশটির প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা হাফিজ সাঈদের রাজনৈতিক দল ‘ইসলামিস্ট মিল্লি মুসলিম লিগ’(এমএমএল)-এর সব প্রার্থী, কর্মী ও সংগঠনের সব অ্যাকাউন্ট আর পেজ ডিলিট করে দিয়েছে ফেসবুক। খবর জি নিউজ-এর।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ফেসবুকের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। উস্কানীমূলক পোস্ট এবং প্রচার করে এমন বিভিন্ন রাজনৈতিক একটি তালিকা দেয়ার কথা পাক নির্বাচন কমিশনকে জমা দিতে বলা হয়েছিল ফেসবুকের কাছে। তারা এমএমএল-এর নাম ফেসবুক কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

ফেসবুকের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে হাফিজ সাঈদের দলের মুখপাত্র তাবিশ কায়ুম বলেছেন, সামনে ভোট বলে সব রাজনৈতিক দলই এখন ফেসবুকের মতো সামাজিক মিডিয়াকে ব্যবহার করছে। এই সময়ে আমাদের সব প্রার্থী ও কর্মীদের অ্যাকাউন্ট ও পেজ ডিলিট করে দিয়ে আমাদের প্রতি চরম অবিচার করল ফেসবুক।

প্রসঙ্গত, সম্প্রতি মার্ক জাকারবার্গ জানায়, ফেসবুককে আর কোনও অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে দেয়া হবে না। পাকিস্তান, ভারত, ব্রাজিল, মেক্সিকো-সহ অন্যান্য দেশে আসন্ন নির্বাচনে যাতে কেউ সন্ত্রাসবাদী বা বিচ্ছিন্নতাবাদী প্রচার চালাতে না পারে তার ওপর নজর রাখা হবে।

উল্লেখ্য, পাকিস্তানে আগামী ২৫ জুলাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এ নির্বাচনে হাফিজ সাঈদের জামাতা হাফিজ খালিদ ওয়াদে  ও ছেলে হাফিজ তালহার লড়ার কথা রয়েছে।

আরও পড়ুন : আল্লাহর ইচ্ছায় কাশ্মীর স্বাধীন হবে : হাফিজ সাঈদ
পাকিস্তানের সংসদ নির্বাচনে হাফিজ সাঈদের ছেলে ও জামাতা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ