আবদুল্লাহ তামিম: সৌদি আরবের শাসক পরিবারের নীতির প্রতি আস্থাশীল না হয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কথা বলায় সৌদি একজন আলেমকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।
এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবমালী পত্রিকা মিডিলিস্ট মনিটর। প্রভাবশালী সংবাদমাধ্যম রয়টার্সও বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।
পত্রিকাটির প্রতিবেদনে জানা যায়, সৌদি আরবের শেখ সাফার আল-হাওয়ালি নামের একজন আলেমকে গ্রেফতার করা হয়েছে। যিনি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছিলেন।
মোতা আল খালি নামক এক টুইটার একাউন্ট থেকে একটি টুইটে বলা হয়, শেখ আল হাওয়ালি (৬৮) গ্রেফতার হওয়ার কয়েকদিন পর এ সংবাদ প্রকাশ করেন।
শেখ হাওয়ালি একটি বই লিখেছেন, তাতে তিনি বলেছেন পশ্চিমা বিশ্বের সঙ্গে আঁতাত করেছে বর্তমান সৌদি শাসক গোষ্ঠি।
তিনি সৌদি আরবের ক্ষমতাসীন পরিবারের পাশাপাশি আবুধাবির ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন জায়েদকেও আক্রমণ করেন তার বইতে।
দুই প্রভাবশালী প্রিন্সের সাক্ষাৎ; ভিশন ২০৩০ নিয়ে আলোচনা
শেখ আল-হাওয়ালির নবম প্রকাশিত বইটি ৩০০০ পৃষ্ঠার একটি প্রকাশনা। তিনি লিখেছিলেন, শাসক পরিবার ‘একটি ভুয়া প্রকল্পের জন্য তহবিল সংগ্রেহের নামে মানুষের উপর অত্যাচার করেছে’।
শেখ হাওয়ালি তার বইয়ে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে বিশ্বাসঘাতক বলেও মন্তব্য করেছেন বলে জানা যায়।
আরব গণমাধ্যমগুলির মতে, শেখ আল-হাওয়ালি ধর্ম ও বিশ্বাস নিয়ে ডক্টরেট করেছেন।
তিনি ১৯৮০ ও ১৯৯০ এর দশকে সাহওয়া আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত। আর সাহওয়া সৌদি আরবের বৃহত্তম ধর্মীয় আন্দোলন।
তিনি ইসলামি ও পাশ্চাত্য বিশ্বের মধ্যে সভ্যতা ও সংঘর্ষের গুরুত্বপূর্ণ বিশ্লেষক হিসেবে প্রসিদ্ধ ব্যক্তি।
আল-হাওয়ালি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর মধ্যে এ অঞ্চলের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এক যোদ্ধা হিসেবে পরিচিত। তিনি ১৯ দশকের মাঝামাঝি সময়ে সাহওয়া আন্দোলনের বিশাল সংখ্যক সহকর্মীর সাথে কারাগারে বন্দী ছিলেন কারণ সৌদি আরবে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের অবস্থান ছিল।
গত বছরের সেপ্টেম্বর থেকে সৌদি কর্তৃপক্ষ সাহওয়া আন্দোলনের কর্মীদের ধরপাকড়ে অভিযান শুরু করে। এর মধ্যে অারবের বড় বড় আলেমগণের নামও আছে।
মিডিলিস্ট মনিটর থেকে আবদুল্লাহ তামিম
মুক্তিযোদ্ধা কোটা বাদ দেয়া সম্ভব নয়: সংসদে প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের যে গ্রামে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি (ভিডিও)
তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান
-আরআর