শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আদর্শ সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোর প্রতি আল্লামা শফীর আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বাংলাদেশ হেফাজত ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, বতর্মানে আমাদের সমাজে নানান অসঙ্গতি, মাদকের সয়লাব, যুব সমাজের অধঃপতন যেভাবে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে, এতে করে অচিরেই সামাজিক বিপর্যয় সৃষ্টি হবে।

আজ শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংঠন আল আমিন সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশ ও জাতিকে ধ্বংস করতে দেশী-বিদেশী এজেন্ডারা ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র করছে। একটি দেশ বা সম্প্রদায়কে ধ্বংস করতে প্রথমে তারা সমাজকে টার্গেট করে।তারা যুব সমাজকে কৌশলে মাদক, বেহায়াপনা অশ্লীলতার দিকে ধাবিত করে সমাজ ব্যবস্থা ধ্বংস করছে।

এসময় সমাজ সংস্কারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আল্লামা আহমদ শফী বলেন, এমন নাজুক পরিস্থিতিতে সমাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, আল আমিন সংস্থা অত্র অঞ্চলসহ আশপাশের এলাকাগুলোতে সমাজের উন্নয়নে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখছে।

তিনি বলেন, আমি আশা করি, অন্যান্য সামাজিক সংগঠনগুলো আল আমিন সংস্থার ন্যায় মজবুত ও দীন দরদী সমাজ গঠনে এগিয়ে আসবে।

আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মাওলানা ইবরাহীম খলীলের সঞ্চালয়নায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস মুফতি জসিমুদ্দীন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানার অফিসার্স ইনচার্জ বেলাল উদ্দীন জাহাঙ্গীর।

অনুষ্ঠানে আল আমিন সংস্থার কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন সাধারণ সম্পাদক আহসান উল্লাহ। পবিত্র  কুরআন তিলাওয়াত করেন সাহিত্য সম্পাদক হাফেজ রিদওয়ান আরমান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরসা রশিদিয়ার পরিচালক মুফতি আবদুল আজিজ, নাজিরহাট মাদরাসার অন্যতম মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ নদভী, আল হুদা মহিলা মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদরিস, বিশিষ্ট ব্যবসায়ী এম রহিম শাহ,হাটহাজারী পৌরসভা দোকাদার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শাহ আলম, সেক্রেটারি শফিউল আলম, আলিফ হসপিটালের এমডি নাজিমুদ্দিন, কাচারী সড়ক বণিক সমিতির সভাপতি মুহাম্মদ রাশেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী বিভিন্ন সামাজিক সংগঠনের দায়ীত্বশীল ব্যক্তিবর্গ, রাজনিতীবিদ, মিডিয়াকর্মীসহ নানান শ্রেণি-পেশার ব্যক্তিবৃন্দ।

আরও পড়ুন : গ্রেফতার হলেন নওয়াজ ও মরিয়ম, জব্দ পাসপোর্ট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ