বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

দিনাজপুরে ১৯ মাদরাসার স্বীকৃতি বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে ১৯ টি মাদরাসার এমপিওভুক্তিসহ একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

গতকাল মাদরাসাগুলোর দাখিল স্তরের প্রাথমিক পাঠদান অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়।

শিক্ষার্থী না থাকায় ও কোন ধরনের পরীক্ষায় অংগ্রহণ না করে র্দীঘদিন ধরে ১৯ টি মাদরাসার শিক্ষকরা এমপিওভুক্তির মাধ্যমে বেতন ভাতাসহ সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা ভোগ করে আসছিল বলে প্রমাণ হওয়ার পর তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিলো মাদরাসা বোর্ড।

বন্ধ হওয়া মাদরাসা গুলো হচ্ছে কাহারোল উপজেলার তারাপুর দাখিল মাদরাসা, কাশিপুর দাখিল মাদরাসা, তরলাপুর দাখিল মাদরাসা, দক্ষিণ মহেষপুর দাখিল মাদরাসা, বাইশপুর মোজাতি বাজার দাখিল মাদরাসা, বিরামপুর উপজেলার বড়বইলশিরা দাখিল মাদরাসা, দশনডাঙ্গা দাখিল মামাদরাসা, রতনপুর দাখিল মাদরাসা ও বিরামপুর দাখিল মাদরাসা।

বীরগঞ্জ উপজেলার দক্ষিণ পলাশবাড়ী দাখিল মাদরাসা ও চৌধুরীহাট দাখিল মাদরাসা, ঘোড়াঘাট উপজেলার কুন্দরন বাহাদুর চৌধুরী দাখিল মাদরাসা ও ওসমানপুর দাখিল মাদরাসা।

খানসামা উপজেলার মধ্য আঙ্গারপাড়া দাখিল মাদরাসা, সদর উপজেলার মুরাদপুর ঈদগাহ দাখিল মাদরাসা, হাকিমপুর উপজেলার মাধবপাড়া ইসলামীয়া দাখিল মাদরাসা, বোচাগঞ্জ উপজেলার কংশাহারা দাখিল মাদরাসা, ফুলবাড়ী উপজেলার বারাইপাড়া দাখিল মাদরাসা এবং চিরিরবন্দর উপজেলার মথুরাপুর দাখিল মাদরাসা।

উল্লেখ, সারা বাংলাদেশে মোট ২০২ টি মাদরাসার এমপিওভুক্তিসহ একাডেমিক স্বীকৃতি বাতিল করা হয়েছে।

মাদরাসা ছাত্রদের জন্য বাংলাভাষা বিষয়ে আইয়ুব বিন মঈনের ১৬ টি ক্লাস

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ