বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

হজে যাওয়ার আগে করণীয় ও বর্জনীয় কিছু বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সামর্থবানরা ছুটছে মক্কার দিকে। বাংলাদেশসহ বিশ্বের সকল দেশ-ভুখন্ড থেকে হাজিদের কাফেলা রওয়ানা হচ্ছে মদিনার নবীর প্রেমের টানে। বান্দার সঙ্গে আল্লাহর সেতুবন্ধনের এই অনন্য বিধান পালনের নিয়মনীতির বাইরেও কয়েকটি বিষয় লক্ষণীয় রয়েছে। প্রতিজন হাজি ভাই সেই দিকে সচেতন থাকলে আমাদের হজ পরিপূর্ণতা লাভ করবে তাতে সন্দেহ নেই। হজ পালনে মুমিন মুসমানদের যে কাজগুলো জানা জরুরি। নিম্নে সেগুলো আলোচনা করা হলো-

হজে যাওয়ার আগে করণীয়:
১. প্রতিবেশীসহ আত্মীয় স্বজনদের কাছ থেকে দায়-দাবি মুক্ত হওয়া।
২.অসিয়ত থাকলে ওসিয়তনামা তৈরি করে রাখা।
৩.দুনিয়াবী সব ধরনের পেরেশানি ও সমস্যা থেকে মুক্ত হওয়া।
৪. গুরুত্বপূর্ণ আমল ও দোয়াগুলো না জানা থাকলে শিখে নেওয়া।
৫.নামাজ, ইহরাম, বায়তুল্লাহ তাওয়াফ, সাফা-মারওয়া সাঈর দোয়া ও নিয়ম গুলো শিখে নেওয়া।

এছাড়া হজের আগে যেসব অভ্যাসগুলো বর্জনীয় : 
১. সব ধরনের ইচ্ছা, লোভ-লালসা ত্যাগ করা।
২. সব ধরনের খারাপ কাজ হতে বিরত নেওয়া।
৩. বিলাসিতা, পদমর্যাদা, গর্ব ও অহংকার ত্যাগ করা।
৪.ইবাদত ও কবর জেয়ারতের প্রতিটি মুহূর্তে তাড়াহুড়া না করে ও বিনয়ী হওয়া।
৫.দুনিয়ার সব ধরনের অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা।

আরও পড়ুন : হজ যাত্রীদের জন্য রবির বিশেষ রোমিং প্যাকেজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ