আওয়ার ইসলাম : রাজশাহী, সিলেট এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ খসড়ার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী রাজশাহীতে ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন, সিলেটে ১৪ প্লাটুন, মোট ৪৪ প্লাটুন বিজিবি তিন সিটি নির্বাচনের দায়িত্বে থাকবেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে নির্বাচন ভবনে এই তিন সিটির নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বসবে ইসি। এসময় পুলিশের আইজি, র্যাবের ডিজি, বিজিবি, আনসার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেবেন।
নির্বাচন কমিশনাররা ছাড়াও তিন সিটির রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রশাসন-পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।
বৈঠকে সংশ্লিষ্টদের মতামত নিয়েই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ছক চূড়ান্ত করবে ইসি।
আরও পড়ুন : জঙ্গলে পড়ে আছে পুলিশের বস্তাবন্দি পোড়া লাশ