আওয়ার ইসলাম : ট্রেন ছাড়ার পরই কিছুদূর যেতেই ফোন আসে রেল দফতরে। ফোনের ওপাশ থেকে কেউ একজন জানায় ‘বোমা রাখা হয়েছে রাজধানী এক্সপ্রেসে’। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। বোমাতঙ্কে দাঁড় করিয়ে রাখা হয় নিউদিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেসকে। শনিবার (৭ জুলাই) এ ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআইএর খবর অনুযায়ী, ট্রেন থামানোর পরই শুরু হয় তল্লাশি। চলে আসে স্নিফার ডগ। গাজিয়াবাদে যাত্রীদের নামিয়ে তা খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করে দেখেন বোম স্কোয়ার্ডের বিশেষজ্ঞরা। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি।
এরপর নিশ্চিত হলে ট্রেন ছাড়ার সবুজ সংকেত দেওয়া হয়। সবমিলিয়ে ট্রেন গাজিয়াবাদ থেকে ছাড়ে ৯০ মিনিট দেরি করে। তবে ওই ফোনটি কে করেছিলো এবং কেন তা জানা যায়নি।
ভারতে শিশু বিক্রির অভিযোগে মাদার তেরেসার ৩ নারীকর্মী আটক