বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

মাত্র ১০ হাজার টাকায় ওয়েবসাইট করে দিচ্ছে okhosty.com; সাথে ডোমেইন-হোস্টিং ফ্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাঈম হাসান: মাত্র ১০ হাজার টাকায় ওয়েবসাইট করে দিচ্ছে okhosty.com। সাথে দিচ্ছে ১ টা .com ডোমেইন ও ৫ জিবি হোস্টিং সম্পূর্ণ ফ্রি।

বাংলাদেশি কয়েকজন তরুণ বাংলাদেশ ও মালেশিয়ায় চালু করেছে আইটি ব্যবসা । যেকোনো ধরনের ব্যবসার হিসাব-নিকাশের সফটওয়্যার, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ যেকোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বিষয়ক সফটওয়্যার ও ওয়েবসাইট বিষয়ক যেকোনো সেবা সূলভ মূল্যে সবার কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বদ্ধ পরিকর।

তারই ধারাবাহিকতায় তারা একটি অফার চালু করছে, তা হলো; ব্যবসা বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট মাত্র ১০ হাজার টাকা! সাথে একটি .com ডোমেইন ও ৫ জিবি হোস্টিং সম্পূর্ণ ফ্রি!
তাছাড়া মাত্র ৭ দিনেই আপনি আপনার সাইট বুঝে পাবেন ইনশাল্লাহ।

কোম্পানির হেড অফিস মালেশিয়ায়, সাব অফিস হিসেবে রয়েছে সাইনবোর্ড সংলগ্ন নারায়ণগঞ্জে একটি অফিস।

প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার মনোয়ার হোসেন রানা জানান, বিগত ৩ বছর ধরে তারা বিক্ষিপ্তভাবে অনলাইনে সবাইকে সেবা দিয়ে আসছিলো। তাদের সব অর্ডার আসতো অনলাইনে। কাস্টমারের প্রচুর আগ্রহের ফলে তারা এখন অফিস নিয়ে কাজ শুরু করেছে।

তিনি বলেন, অনলাইন হচ্ছে বিশাল একটা প্ল্যাটফর্ম, সেখানে প্রচুর কাজের চাহিদা রয়েছে। যে সেবা সবার হাতের নাগালে পৌঁছে দিতে আমরা বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, অনলাইন হচ্ছে এমন একটি জায়গা যার মাধ্যমে আপনি সহজেই পৃথিবীজুড়ে আপনার প্রতিষ্ঠানের পরিচয় তুলে ধরতে পারবেন।

প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ
ওয়েবসাইট: www.okhosty.com
ফেসবুক পেজ: www.facebook.com/okhosty
ফোন নাম্বার: 01855518172 , 01771 403 470

অফিসের ঠিকানা
বাংলাদেশ অফিস: তাইজুদ্দিন মার্কেট, ভুইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ
মালেশিয়া অফিস: জালান হানতুয়া, ৫৫২০০, মালেশিয়া।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ