মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কাবা শরিফের গিলাফে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করায় গণধোলাই ও গ্রেফতারের ঘটনা ঘঠেছিলো গত ৬ ফেব্রুয়ারি।

কিন্তু সে ঘটনার ছবি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলেও ভিডিওটি প্রকাশ হয়নি এতদিন। ওই ঘটনার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে অভিযুক্তের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়।

পবিত্র কাবাঘরে আগুন লাগানোর চেষ্টা চালালে নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

ঘাতক ব্যক্তির গ্রেফতারের ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে প্রকাশ পাওয়ার পর সেটি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি টুইটারেও প্রকাশ করা হয়েছে।

ভিডিওটিতে দেখা গেছে এক ব্যক্তি হঠাৎ কাবা শরিফের গিলাফে বোতল থেকে পেট্রোল ছুড়ে উচ্চস্বরে কথা বলছে।

প্রথমে কেউ কিছু বুঝে না ওঠলেও একটু পরেই তাওয়াফরত লোকজন বিষয়টি বুঝতে পারে এবং তাকে গণধোলাই ও পুলিশের কাছে তুলে দেয়।

অভিযুক্ত ব্যক্তি পেট্রোল ছুড়ে বলতে থাকে, হে হাজিরা এদিকে আসো, হে মুসলমানরা এদিকে আসো, এ কাবা আমি জ্বালিয়ে দেবো...।

তবে গ্রেফতারের সময় বলা হয়েছে, ব্যক্তিটির মানসিক সমস্যা রয়েছে, তখন উপস্থিত হাজিরা অবমাননাকর কাজের জন্য ওই ঘাতকের মৃত্যুর আবেদন জানিয়ে স্লোগান দিচ্ছিল।

এদিকে কাবা ঘরের বিশেষ নিরাপত্তা পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি কাবার গিলাফে আগুন দেয়ার পর নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালিয়েছিল।

ডেইলি পাকিস্তান থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ 

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ