মঙ্গলবার, ০৭ মে ২০২৪ ।। ২৪ বৈশাখ ১৪৩১ ।। ২৮ শাওয়াল ১৪৪৫


এক বছরে ৭ মাস ২০ দিন বেড়েছে বাংলাদেশীদের গড় আয়ু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে। ৭১ দশমিক ৬ বছর  থেকে বেড়ে হয়ে হয়েছে ৭২ বছর। এর আগে ২০১৬ সালের পরিসংখ্যানে প্রকাশিত তথ্য মতে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর। এক বছরের ব্যবধানে বেড়ে ৭ মাস ২০ দিন।

বুধবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিসটিকস ২০১৭’ প্রকল্পের রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে এও বলা হয়েছে, পরিসংখ্যান অনুযায়ী পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি।

বর্তমানে নারীর গড় আয়ু ৭৩ বছর ৫ মাস। আর পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস।

প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক রিপোর্টের সার্বিক বিষয় উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিবিএস-এর ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন প্রমুখ।

‘বোরকা নিষিদ্ধ, পরবর্তী পদক্ষেপ মসজিদ বন্ধ করা’

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ