বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


শেরপুরে মিলল প্রাকৃতিক গ্যাসের সন্ধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নির্মাণাধীন ভবনের জন্য নলকূপের বোরিং করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে উপজেলার শিমুলতলা পল্লীবিদ্যুৎ সংলগ্ন হেলাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

ভবন নির্মাণের দায়িত্বে থাকা হেলাল উদ্দিনের জামাতা শামছুদ্দোহা মনির জানান, নির্মাণাধীন তিন তলা ভবনে পানি সরবরাহের জন্য আজ বোরিংয়ের কাজ শেষে সাময়িকভাবে নলকূপ বসানো হয়। এরপর চেপে পানি ওঠাতে গেলে আকস্মিক পানিতে ব্যাপক বুদবুদ হতে শুরু করে এবং কোনো প্রকার চাপ ছাড়াই গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে নলকূপে আগুন দিলে আগুন জ্বলতে থাকে।

গ্যাসের সন্ধান পেয়ে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ী ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। একইসঙ্গে গ্যাস দেখতে সেখানে ছুটে আসে শতশত উৎসুক মানুষ। অনেকেই বিষয়টিকে অলৌকিকভেবে রোগ মুক্তি ও মনোবাসনা পূরণের আশায় টিউবওয়েল থেকে বেরুতে থাকা গ্রাস নিতে শুরু করে।

ফায়ার সার্ভিস নালিতাবাড়ী ইউনিটের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ জানান, মাটির নিচে চাপা পড়া প্রাকৃতিক গ্যাসের কারণে এ অবস্থা হচ্ছে। দু-একদিন গেলে বোঝা যাবে এখানে গ্যাসের মজুদ আছে কি না।

আরও পড়ুন : গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে শুনানি কাল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ