শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে হজযাত্রীদের সুবিধায় সরকারের যত উদ্যোগ

ভোট দিলেন মাওলানা নাসির উদ্দিন ও ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: গাজীপুর সিটি নির্বাচনে জনগণের পাশাপাশি সকাল সকাল মেয়রপ্রার্থীরাও ভোট দিয়েছেন।

জানা যায়, টঙ্গী কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নাসির উদ্দিন।

সকাল সাড়ে ৯ টার দিকে তিনি ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণ সুষ্ঠ হচ্ছে। এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পাইনি। তবে তবে বেলা ১২ টার পর ভোট কেন্দ্রগুলোর ভেতরে কী হবে তা নিয়ে শংকা রয়েছে।

নাসির উদ্দিন বলেন, সুষ্ঠ ভোট হলে ফলাফল যাই হোক আমরা মেনে নেব ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলনের এ প্রার্থী জানান, ২টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রেই ইসলামী আন্দোলন এজেন্ট রয়েছে।

এদিকে ইসলামী ঐক্যজোটের মেয়রপ্রার্থী আলহাজ মাওলানা ফজলুর রহমানও সকাল সকাল ভোট দিয়েছেন।

জানা যায়, সাড়ে দশটার দিকে ১৫ নং ওয়ার্ড শহীদ বৃত্তি একাডেমী কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন তিনি।

মাওলানা ফজলুর রহমান সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কামনা করছি যেন ভালোভাবে প্রতিটি নাগরিক তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

গাজীপুর সিটিতে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাত পাখা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমীন (কাস্তে), ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ (টেবিল ঘড়ি)।

এছাড়াও ৫৭টি সাধারণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৫৪ জন এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাজীপুর সিটির ভোটযুদ্ধ চলছে

-আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ