শুক্রবার, ০৩ মে ২০২৪ ।। ২০ বৈশাখ ১৪৩১ ।। ২৪ শাওয়াল ১৪৪৫


হজের জন্য ম্যাসেডোনিয়া থেকে সাইকেলে ২ তরুণের যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ পালনের উদ্দেশ্যে অলবেনিয়ার দুই তরুণ ম্যাসেডোনিয়ার টেটোবো শহর থেকে সৌদি আরবের দিকে বাইসাইকেলে চড়ে রওয়া হয়েছেন।

২৩ জুন ম্যসেডোনিয়ার টেটোবো শহর থেকে সৌদি আরবের দিকে বাইসাইকেলে চড়ে রওয়া হন তারা। টেটোবো থেকে সৌদি আরবের দূরত্ব ৪৫৬৩ কিলোমিটার।

এই দুই সাইকেল আরোহী দীর্ঘ এই পথ অতিক্রম করে এক আকর্ষণীয় রেকর্ড গড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সেনাদ ইদ্রিস এবং আমির আসলানি শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের কাছ থেকে বিদায় নিয়ে হজের উদ্দেশ্য রওনা হয়েছেন।

উল্লেখ্য, ম্যাসেডোনিয়ার ইসলামি সংস্থা এ বছরে হাজিদের হজ যাত্রার খরচ ৪১০০ ইউরো নির্ধারণ করেছে।

সূত্র: ইকনা

দরিদ্র রোগীদের সহায়তায় ১২ টন বাতিল কাগজ সংগ্রহ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ