আওয়ার ইসলাম: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত কাউন্সিলর নাছিমা বেগমকে (৪৭) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শনিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাছিমা বেগম মোরেলগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর ও মোরেলগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। পুলিশের দাবী নাছিমা দম্পতি দু’জনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম আরটিভি জানান, নাছিমা ও তার স্বামী জাহাঙ্গীর হোসেন পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
শনিবার সকালে সোর্সের মাধ্যমে খবর পেয়ে তাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশ তার নিকট থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী জাহাঙ্গীর পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এই দম্পতির বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং কয়েকবার পুলিশ তাদের আটক করেছে। মাদক আইনে মামলায় নাছিমাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
‘ইসলামে তিন তালাক নেই; সমাজ ভুল ধারণায় বসে আছে’
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        