আওয়ার ইসলাম : রাসুলুল্লাহ সা. এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি পুরো রমযান এবং এর পরে শাওয়ালের ছয়টি রোজা রাখল সে যেন পুরো এক বছর রোযা রাখল।
ফজিলতপূর্ণ এ রোজাগুলো প্রত্যেক মুসলমানকেই রাখা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলার বিরাট উপঢৌকন পেতে একমাস রোজা রাখার পর ছয়টি রোজা রাখা একদমই সহজ।
তবে জানতে হবে শাওয়াল মাসের ছয় রোজা রাখার নিয়ম কী? এগুলো এক সাথে লাগাতার ছয় দিন রাখা জরুরি, না মাঝে বিরতি দিয়ে রাখা যাবে?
শাওয়ালের ছয় রোজা ধারাবাহিকভাবে একত্রে রাখা যায়, আবার বিরতি দিয়েও রাখা যায়। যেভাবেই রাখা হোক তা আদায় হয়ে যাবে এবং নির্ধারিত ফজিলতও লাভ হবে।
-লাতাইফুল মাআরিফ ৪৮৯; বাদায়েউস সানায়ে ২/২১৫; আলমাজমূ ৬/৪২৬-৪২৭; আলমুহীতুল বুরহানী ৩/৩৬২; ফাতহুল মুলহিম ৩/১৮৭; আলমুগনী ৪/৪৩৮
সূত্র : আল কাউসার
এসএস
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        